অরণ্য, ঝাড়গ্রাম- ৯ই মে :
সাঁকরাইলে মানুষের মৃত্যুর পর হাতি মৃত্যুর অভিযোগ। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার অভিযোগ। ঝাড়গ্রাম ব্লকের গোবিন্দপুর এলাকায় সকালে একটি দাঁতালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।তারপর বনদপ্তরের খবর দেওয়া হয়। বনদপ্তরে কর্মীরা এসে ময়নাতদন্ত করে দেখছেন। মৃত দাঁতাল কে নিয়ে ধূপ সিঁদুর দিয়ে চলছে পূজো পাঠ। যদিও জঙ্গলমহলে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে তবে সাধারণ মানুষের বক্তব্য হাতি কে তারা ঠাকুর হিসেবে মানে।
তাই হাতি ক্ষতি করলেও হাতি যেহেতু বন্যপ্রাণী তাই হাতি মৃত্যুতে শোকাহত এলাকাবাসী।তাই হাতির মৃত্যুর পর হাতিকে তারা দেবতা রূপে পুজো করেন। তবে কি কারনে এই হাতির মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয় । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হয়তো বিদ্যুৎ স্পষ্ট হয়ে এই হাতির মৃত্যু হয়েছে। যতক্ষণ না ময়নাতদন্ত হচ্ছে ততক্ষণ পরিষ্কার নয় এই হাতির মৃত্যুর কারণ।