শেষ বেলার প্রচারে ঘর বন্দী বিজেপি প্রার্থী

 অরণ্য, ঝাড়গ্রাম- ২৩ শে মে:

শেষ বেলার প্রচারে নিজেকে ঘর বন্দী রাখলেন বিজেপি প্রার্থীর  প্রনত টুডু। সারাদিন কোথাও প্রচারে বেরোলেন না তিনি। সে ভাবে জেলা জুড়ে প্রচারে ও দেখা গেলো না বিজেপি কে। আর তাতেই টিপ্পনী সিএম এবং তৃনমূলের। আজ শেষ প্রচার ২৫ শে ফাইনাল পরীক্ষা। আর শেষ বেলার প্রচারে যে সবাই শেষ প্রস্তুতি সামনে তুলে ধরবে সেটাই স্বাভাবিক। তৃনমূল প্রার্থী সকাল বেলা গড়বেতা এবং বিকেল নয়াগ্রামে মিছিল ও সভা করলেন। পাশাপাশি জেলার প্রায় প্রতিটি ব্লকে কর্মী সমর্থকরা নিজেরা মিছিল ও পথ সভা, ট্যাবলোয় প্রচার চালাচ্ছে।অপরদিকে সিপিএমের প্রার্থী সোনামনি টুডু গোটা বান্দোয়ান এলাকায় চষে বেরাচ্ছেন। 

সেখানে সিপিএমের মিছিলে লোক ছিলো চোখে পড়ার মতো। প্রার্থী ছাড়াও, অগুইবনী, মানিকপাড়া সহ প্রতিটা এলাকাতেই সিপিএম মিছিল, পথসভা সংগঠিত করে। প্রতিটা জায়গাতেই তাদের দলীয় কর্মীদের ভিড় ছিলো নজরকাড়া।সে দিকে শেষ বেলার প্রচারে একে বারেই পিছিয়ে বিজেপি। যদিও জেলা সভাপতি তুফান মাহাত বলেন তাদের প্রচার হচ্ছে। প্রার্থী অসুস্থ তাই বেরোতে পারেন নি। তার জায়গায় কার্যকর্তারা প্রচার করছেন। বাবুলাল মারান্ডি সভা করলেও সেখানেও লোক ছিলো হাতে গোনা। মুখে যাই বলুন শেষ বেলার প্রচারে  প্রার্থী ঘড় বন্দী, বিজেপির অন্দরে খানিকটা অস্বস্তি।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.