অরণ্য, ঝাড়গ্রাম-১৪ই মে:
ভোটের প্রচার তুঙ্গে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে অভিনেতা দেব রোড শো শুরু করেছেন।
ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে রোড শো শুরু করেছেন তৃণমূল প্রার্থী কালিপদ সরেন সমর্থনে। ঝাড়গ্রাম শহর পরিক্রমা করবেন অভিনেতা দেব।