প্রচন্ড তাপপ্রবাহ পশুপাখীরাও নাজেহাল।আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়বে এমনাটাই পূর্বাভাস। প্রচন্ড গরম জুলজিক্যাল পার্কের পশুপাখিরা কেমন আছে? ঝাড়গ্রামের এই চিড়িয়াখানা গোটাটাই তৈরী হয়েছে শাল জঙ্গলের মধ্যে। তাই জঙ্গলের পরিবেশের সাথে পশুপাখি রা সহজেই মিশে যেতে পারছে। তারপর ও প্রতিটা এনক্লোজারে জলের জায়গার পাশাপাশি ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে্। ফলে যখন অতিরিক্ত গরম লাগছে তখন ফোয়ারার নিচে বা কাছাকাছি এসে শরীর ঠান্ডা করে নিচ্ছে। আলাদা করে তাদের স্নান করারও ব্যবস্থা করা হয়েছে।
পাইপ দিয়ে চিতাবাঘ, এমু, হরিণ, সজারু, সবাইকেই আলাদা করে স্নান করানো হচ্ছে। ঠান্ডা জল পেয়ে পশুপাখি রাও আরামে স্নান করছে। খাবারের দিকেও বিশেষ নজর। জল জাতীয় সব্জী অর্থাৎ কুমড়ো, শসা,ফুটি, তরমুজ,শাক দেওয়া হচ্ছে। মাংসাশীদের ব্রয়লার। সাথে ওয়ারেস, গুড়,নুন জলে মিশিয়ে দেওয়া হচ্ছে যা স্যালাইনের কাজ করছে। পাখিদের জন্য বানানো হয়েছে খড়ের চালা। যা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। বাঘ ভালুকের জন্য আলাদা করে বস্তা ভিজিয়ে সেল্টারে রেখে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গরমে বেশ ভালোই আছে।