অরণ্য, ঝাড়গ্রাম-২১শে এপ্রিল:
বাহা মাঃ মড়ে আদিবাসী ধর্মীয় অনুষ্ঠানকে ভোট প্রচারের কাজে ব্যবহার করতে পৌঁছে গেলেন তৃনমূল, বিজেপি দুই প্রার্থী। ভোট বড় বালাই । অনুষ্ঠানে সবার সাথে মাতলেন তৃনমূল বিজেপি দুই প্রার্থী । তবে এখানে সৌজন্যতার বদলে একে অপরের থেকে দুরত্ব বজায় রাখাই শ্রেয় মনে করলেন। একই জায়গায় একসাথে উপস্থিত থাকলেও নিজেরা আলাদা আলাদা ভাবেই অনুষ্ঠান উদযাপন করলেন। লক্ষ্য একটাই আদিবাসী মানুষ গুলোর কাছে থেকে ভোট পাওয়া। তৃনমূল প্রার্থী কালিপদ সরেন দাবি করেন তিনি আদিবাসী সংস্কৃতির উপর লেখা লেখি করেই একাধিক পুরষ্কার পেয়েছেন । তাই এটা তার জীবনের একটা অঙ্গ। আদিবাসী সংস্কৃতিকে আরো সকলের সামনে তুলে ধরতে বরাবরই এ ধরনের সামাজিক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন।
আর মাঃ মড়ে অনুষ্ঠানে তাদের সর্ব্বোচ্চ দেবতার কাছে পুজোর নিয়ম অনুযায়ীই তিনি প্রতি বছর উপস্থিত থাকেন,এবছর ও আছেন। অপর দিকে বিজেপি প্রার্থী প্রনত টুডু জানান আদিবাসী সংস্কৃতির সাথে যুক্ত হতে এবং পুজো দিতে তিনি উপস্থিত হয়েছেন। তবে একে অপরের ছায়া মাড়াননি। আাদিবাসী সংস্কৃতিতে প্রকৃতি পুজোই মূল পুজো। বছরের প্রথম ফুল ফল আগে দেবতাকে উৎসর্গ করে তারপর তা তাড়া ব্যবহার করেন। মাঃ মড়ে তাদের অন্যতম পুজো। ধূমধাম করে প্রতিটি আদিবাসী পাড়া ও গ্রামে এইপুজো উদযাপন হয়। প্রতি বছরের মত ঝাড়গ্রাম শহরে রবীন্দ্র পার্কে এই পুজোর আয়োজন করা হয়। নাচ গান বলি পুজো আর্চার পাশাপাশি দুই দলের কর্মীদের ভোট প্রচারও এবার পুজোর অঙ্গ হয়ে উঠেছে।