নিজেস্বসংবাদদাতা, ঝাড়গ্রাম - ৯ই এপ্রিল:
দলবদল নিয়ে তরজা বিজেপি সিপিএমএর। সিপিএম ছেড়ে ২০টি পরিবারের বিজেপিতে যোগদানের দাবি। পাল্টা বিজেপি তৃতীয় স্থানে যাওয়ার ইঙ্গিত সিপিএমের। তাদের কর্মীই নয় সমস্তটাই বিজেপির সাজানো বলে বক্তব্য সিআইটিইউর জেলা সম্পাদক পার্থ যাদবের। আজ ঝাড়গ্রাম গ্রামীনের চুবকাতে বিজেপি প্রার্থী ভোট প্রচারে যান। ঝাড়গ্রাম ব্লকের চুবকা অঞ্চলের চিথলবনি বুথে ঘোড়াজাগীর এলাকায় গেলে সেখানে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেয় ২০ টি পরিবার বলে দাবি করে বিজেপি।তাদের হাতে দলিয় পতাকও তুলে দেয় বিজেপির জেলা সভাপতি তুফান মাহাত এবং প্রার্থী প্রনত টুডু।
যোগদান কারিরাও নিজেদের সিপিআইএম সমর্থক বলে দাবি করে। সিপিএম দলটা অস্থিত্ত্ব সংকটে বলে তারা বিজেপিতে যোগদানের কথা বলেন। এবার জঙ্গলমহলে প্রচারে সিপিএমের প্রার্থী প্রচারে বিজেপির থেকে অনেকটাই এগিয়ে। যেখানে বিজেপির প্রচারে হাতে গোনা লোক দেখা যাচ্ছে সেখানে সিপিএমের জোট প্রার্থীর প্রচারের লোক সংখ্যা চোখে পড়ার মত। বামপ্রার্থীর পালে যখন অতিরিক্ত হাওয়া তখন কেনো বিজেপিতে যোগদানের প্রশ্নে সিআইটিইউর জেলা সম্পাদক পার্থ যাদব বলেন। বিজেপির সংগঠন নেই বললেই চলে। তার উপর শুধই মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া জঙ্গল মহলের মানুষ কিছুই পায়নি। মানুষ সংগঠিত হচ্ছে , তখন বিজেপি নিজেদের লোকদেরকেই মিথ্যা সাজিয়ে এই সব প্রচার করছে। এবার ঝাড়গ্রামে অতিবাম প্রার্থীকে বিজেপিতে প্রার্থী করা নিয়ে বিজেপির মধ্যেই ঘোর অসন্তোষ। ফলে সিপিএমের ভোট শতাংশ বাড়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে বিজেপি তৃতীয় স্থানে চলে যাওয়ার ইঙ্গিত সিপিএমের।