সিপিএম প্রার্থী সোনামনি টুডু ভোট প্রচার

অরণ্য, ঝাড়গ্রাম-২৭শে এপ্রিল:

 রবিবার ছুটির দিন রাজনৈতিক নেতারা এই দিন টিকে প্রচারের জন্য বিশেষ ভাবে জোড় দেন। তবে এদিন  সকালে প্রচারে শুধুই সিপিএমের। সকাল ৮ টা থেকেই প্রচার শুরু করেছেন সিপিএম প্রার্থী সোনামনি টুডু। প্রচন্ড গরমকে উপেক্ষা করে রোজই টানা প্রচার করছেন তিনি। সাথে কর্মী সমর্থকও নেহাত কম নয়। জেলার বেশীর ভাগ জায়গায় বিজেপির থেকে প্রচারে এগিয়ে সিপিএম। আজ সকাল ৮ টা থেকে বেলা ২টো পর্যন্ত প্রায় বিনপুর ১ব্লকের ১০ টি অঞ্চলে বাইক রেলি, পায়ে হেঁটে প্রচার করেন প্রার্থী।

মাঝে ১ঘন্টা খাবার বিরতি দিয়ে আবার ৩.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত কুই গ্রামে বাড়ি বাড়ি প্রচার করেন। ৪.৩০ এর পর বিনপুর বাজারে পথ সভা করে ৫.৩০ থেকে বিনপুর থানার সামনে পথ সভা শুরু করে৭.৩০ পর্যন্ত প্রচার করেন প্রার্থী। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত টানা এলাকা চষে বেরাচ্ছে সিপিএমের প্রার্থী। সাড়াও পাচ্ছেন এলাকায়। কানাঘুষা শোনা যাচ্ছে এবার ঝাড়গ্রাম জেলায় বাম প্রার্থী সোনামনি টুডু দ্বিতীয় স্থানে থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে সিপিএম প্রচার চোখে পড়ার মতো।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.