প্রকাশিত হলো “সারা ভারত আর্য মহাসভা”র ইস্তেহার

 এন এন ঠাকুর, কলকাতা - ১৮ই এপ্রিল:

বেশ কয়েকদিন আগে তৈরী হয়েছিল এই রাজনৈতিক দলটি । নতুন দল তৈরীর পরেই একেবারে ভোট যুদ্ধে নেমে পরে এই দল । আপাতত প্রার্থীও দিয়েছে পাঁচটি লোকসভা কেন্দ্রে । নতুন এই রাজনৈতিক দল “সারা ভারত আর্য মহাসভা” এবার প্রকাশ করলো তাদের “ইস্তেহার” ।  কলকাতা প্রেস ক্লাবে এই নতুন দলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জাতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারী, রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিচারপতি দীপক সাহারায়, রাজ্যের সাধারণ সম্পাদক বিভাস বন্দোপাধ্যায়, রাষ্ট্রীয় সচিব পলাশ মণ্ডল, সংখ্যালঘু শাখার প্রধান আসাদুল্লা ইসলাম, সুধাংশু মিশ্র এবং হাওড়া সদর কেন্দ্রের দলীয় প্রার্থী রাজেশপ্রসাদ । 


ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে “সারা ভারত আর্য মহাসভা” ঘোষণা করে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আপাতত পাঁচ কেন্দ্রের নাম, যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে । এই পাঁচটি কেন্দ্র হলো মুর্শিদাবাদ, জঙ্গীপুর, বহরমপুর, বীরভূম এবং হাওড়া । 

এই সভাতেই নতুন দল তৈরীর কারণ ব্যাখা করেন জাতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারী । এছাড়াও তিনি জানান আগামীদিনে এই পাঁচটি কেন্দ্র ছাড়াও আরও কয়েকটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.