রায়গঞ্জে হেভিওয়েট প্রচার তৃণমূলের, লোকসভা নির্বাচনের আগে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে মুখ্যমন্ত্রীর পদযাত্রা শুরু হয়ে শেষ হয় শহরের বিদ্রোহী মোড় এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে।সেখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকেলে রায়গঞ্জের কর্নজোড়ায় নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে তিনি সড়ক পথে শহরের একটি বেসরকারি হোটেলে উপস্থিত হন। সাময়িক বিরতি নিয়েই শহরের রাজপথে নেমে পরেন মমতা বন্দোপাধ্যায়। রায়গঞ্জ আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে পদযাত্রা করেন মমতা বন্দোপাধ্যায়।