অরণ্য, ঝাড়গ্রাম-২রা এপ্রিল:
নাম ঘোষনার পর আজ প্রথম প্রচারে নামলেন কংগ্রেস সমর্থিত সিপিএমের প্রার্থী সোনামনি মূর্মূ। বান্দোয়ানের বাসীন্দা সোনামনি আজ সকালে ঝাড়গ্রাম জেলাপার্টি অফিসে আসেন। কর্মীদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রথমে দেওয়াল লেখনে সামিল হন। তার পর বিরষামুন্ডার মূর্তীতে মাল্যদান করে পাড়ায় পাড়ায় এবং বাজারে ঘুরে ঘুরে মানুষের সাথে পরিচিতি হন।
আজ প্রথম দিন ঝাড়গ্রাম বাসীর সাথেই সময় কাটাবেন বলে জানান প্রার্থী। জঙ্গল মহলে এই মুহুর্তে লড়াই তৃনমূল Vs বিজেপি তারি মধ্যে সিপিএমের লক্ষ্য নিজেদের ভোট ব্যাঙ্ক কে পুনঃউদ্ধার করা। গত ভোটেও দেখা গেছে শূন্য থেকে আবার ধীরে ধীরে হলেও নিজেদের ভোট শতাং বাড়িয়েছে সিপিএম। এবারও তাদের লক্ষ্য যতটা সম্ভব ভোট বাড়ানো। আর তৃনমূলের দূর্নীতি এবং বিজেপির এজেন্সি নীতির অভিযোগ কে হাতিয়ার করে লড়বে সোনামনি।