কুড়মি সমাজের প্রার্থী বরুন মাহাত নমিনেশন জমা করলেন

 নিজেস্বসংবাদদাতা, ঝাড়গ্রাম ৩০শে এপ্রিল:

কুড়মি সমাজের প্রার্থী বরুন মাহাত ঢোল ধামসার তালে হাজার খানেক লোক নিয়ে আজ মনোনয়ন জমা করলো । ঝাড়গ্রাম জেলায় এবার কুড়মি জনজাতির তরফে ভোটে দাঁড়ানোয় ভোট কাটাকুটির খেলা জমে উঠেছে। ঝাড়গ্রাম জেলায় প্রায় ৩৪শতাংশ কুড়মি মানুষের বাস। তাদের দীর্ঘ দিনের এসটিতে অন্তরভুক্তির দাবি সহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছে। গত পঞ্চায়য়েতেও তারা প্রার্থীর দিয়ে একাধিক সিটে জয়লাভ করে। ফলে বিজেপি কিছুটা আসার আলো দেখছিলো। 


কিন্তু এবার লোক সভা ভোটে তারা প্রার্থীর দেওয়ায় বিপাকে বিজেপি। এমনটাই বক্তব্য রাজনৈতিক মহলের। কুড়মিরা ভোটে দাঁড়ানোয় বিজেপির ভোটটাই আখেরে কাটবে। যদিও নমিনেশন দিতে এসে প্রার্থীর বরুন মাহাত বলেন তাদের লড়াই জঙ্গল মহলের বঞ্চিত মানুষের স্বার্থে জঙ্গল জমির অধিকার কুড়মিদের তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্তি সহ একাধিক দাবিতে তাদের এবার ভোটের লড়াই। সেই লড়াই এ তাদের জয় নিশ্চিত। প্রচন্ড গরম উপেক্ষা করে ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে শুরু করে প্রায় ২কিমি মিছিল করে জেলাশাসক অফিসে মনোনয়ন জমা করতে আসেন। ঢোল, ধমসা, হলুদ পতাকায় বর্নাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তায় লোক দাঁড়িয়ে যায়।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.