ব্যাঙ্ক বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ

 এন এন ঠাকুর, কলকাতা- ১২ই এপ্রিল:

"ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও" মঞ্চের পক্ষ থেকে সম্প্রতি ঠাকুরপুকুর এস বি পার্কের সামনে এক পথ সভার আয়োজন করা হয় । এই মঞ্চের দুই আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় ও সৌম্য দত্ত তাঁদের বক্তব্যে তুলে ধরেন আগামী দিনে রাষ্ট্রয়ত্ত শিল্পের সুরক্ষা, সেগুলো যাতে কর্পোরেট পুঁজিপতিদের হাতে না যায় । 

ব্যাঙ্ক বেসরকারিকরনের বিরুদ্ধে এই মঞ্চ প্রতিরোধ করে যাবে, আগামী দিনেও এই জনমত ছড়িয়ে দেওয়া হবে । এছাড়াও ওই দিন আন্দোলনে সামিল হন নিখিলেশ মিত্র, প্রিয়নাথ রায়, ছাত্র প্রতিনিধি রূপক, প্রীতিকণা সাহা, অরুনকুমার রায় প্রমুখ । তাঁদের বক্তব্যে লড়াইয়ের বার্তা রাখেন ও আগামী ভোটে সুচিন্তিত মত প্রকাশের কথা বলেন ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.