অরণ্য, ঝাড়গ্রাম-৩০ শে এপ্রিল:
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিলেন ঝাড়গ্রাম জেলাশাসকের কাছে।উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৫০০ কর্মী সমর্থকের উপস্থিতি তে বিজেপির ঝাড়গ্রাম জেলা পার্টি অফিস থেকে ঝাড়গ্রাম ৫ মাথা মোড় পর্যন্ত একটি মিছিল করে মনোনয়ন পত্র জমা দিলো বিজেপি প্রার্থী প্রণত টুডু।
ঢোল ধমসা ছোঁ নাচের টিম এনে মিছিলকে বর্নাঢ্য করার চেষ্টা করলেও মিছিলে কর্মী সমর্থকের উপস্থিতি ছিলো কম। বিজেপির তরফে ১০ হাজার লোকের আয়োজনের কথা বললেও পুলিশের বয়ান অনুসরে মিছিলে সব মিলে লোকছিলো পাঁচ থেকে ছয়শোর কাছাকাছি। পর পর দুবার শুভেন্দু অধিকারীর উপস্থিতির পরও লোকসংখ্যা উল্লখযোগ্য কম থাকায় ক্যামেরার সামনে কিছু না বললেও সিঁদুরে মেঘ দেখছেন বিজেপি নেতৃত্ব।