BLRO অফিসে নাইটগার্ডের মৃতদেহ এলাকায় চাঞ্চল্য

 অরণ্য, ঝাড়গ্রাম- ১৮ই এপ্রিল:

ঝাড়গ্রামের সাঁকরাইলের ব্লক ভূমি দপ্তরের (BLRO) অফিসের ভেতর থেকে নাইটগার্ডের মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যপক চঞ্চল্য এলাকায়। ঝাড়গ্রাম জেলা সাঁকরাইল ব্লকের রোহিণীতে অবস্থিত ব্লক ভূমি দপ্তরের কার্যালয়। আর অফিসের ভেতর থেকেই এই নাইটগার্ডের দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম সুভাষ দলুই, সুভাষের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ঝাড়গ্রামের সাঁকরাইলের ভূমি দপ্তরের অফিসে নাইটগার্ডের পোস্টে কর্মরত ছিলেন সুভাষ। 

প্রত্যেক দিন বেলা দশটা নাগাদ অফিস খুলতেন এই নাইটগার্ড, কিন্তু আজ বেলা বাড়লেও অফিস না খোলায় সন্দেহ হয় আধিকারিকদের আর তখনই খবর দেওয়া হয় সাঁকরাইল থানার পুলিশকে। তড়িঘড়ি সাঁকরাইল থানার পুলিশ এসে অফিসের তালা ভেঙ্গে ঢুকে দেখে খাটের উপরে পড়ে রয়েছেন নাইটগার্ড সুভাষ দলুই। পুলিশ ওই নাইটগার্ডের দেহকে স্থানীয় ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে স্থানীয়দের অনুমান অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে নাইট গার্ডের। তবে অসুস্থতার কারণে মৃত্যু? নাকি এর পেছনে অন্য রহস্য তা সমস্তটাই তদন্ত শুরু করছে সাঁকরাইল থানার পুলিশ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.