রাস্তা মেরামতির কাজে হাত লাগিয়েছে বিজেপি প্রার্থী

 অরণ্য, ঝাড়গ্রাম- ৯ই এপ্রিল:

ভোট এলেই রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ও নানা কসরত করতে দেখা যায়। এবার বিজেপি প্রার্থীকে দেখা গেলো রাস্তা তৈরীর কাজে হাত লাগাতে। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রাস্তা নির্মাণের কাজে হাতে হাত লাগালেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু।ঝাড়গ্রাম ব্লকের চুবকা অঞ্চলের মারকন্দপুর গ্রাম দীর্ঘদিন ধরেই বঞ্চিত সরকারি সুযোগ-সুবিধা থেকে।গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় জয়ী হয়েছে বিজেপি।বিজেপির পঞ্চায়েত সদস্য হওয়ার কারণে  মেলেনি রাস্তা ও পরিস্রুত পানীয়জল। 

মারকন্দপুর বাস স্ট্যান্ড থেকে মার্কন্দপুর গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।বর্ষার সময় চলাচলের অযোগ্য হয়ে উঠে রাস্তা।প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা।অবশেষে স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে মোরাম দিয়ে শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ।সেই রাস্তার কাজে হাত লাগালেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু।

তৃণমূলের কটাক্ষ বিজেপি প্রার্থী প্রচারে লোক পাচ্ছেন না। তাই এই সস্তার রাজনীতি করছেন। যারা রাস্তা তৈরী করে তাদের টাকা কেন্দ্র দেয়না। রাজ্য তাদের টাকা মিটিয়েছে। এখন বিজেপি প্রার্থী রাস্তা তৈরীর নাটক করছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.