বাস ও ট্যাঙ্কারের মুখমখি সংঘর্ষ আহত ১৭

 

নিজেস্বসংবাদদাতা, ১৮ই মার্চ:

ঝাড়গ্রামে বালিভাসা টোলপ্লাজার কাছে বাস ও ট্যাঙ্কারের মুখমখি সংঘর্ষ। প্রাথমিক খবর এখন পর্যন্ত আহত প্রায় ১৭ জন। এরা সকলেই বাসের যাত্রী।  এদের মধ্যে ২জনের আঘাত গুরুতর। আহত দের মধ্যে ১৩ জন কে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 


পুলিশের গাড়ি ও রাস্তার কিছু প্যাসেঞ্জারের গাড়িতে আহত দের আনা হয় হাসপাতালে। বাকি দের ও আনা হচ্ছে। ঝাড়গ্রাম থেকে কাঁথি যাচ্ছিলো সৌরভ নামের বাসটি। মানিক পাড়া ঢোকার সময় টোলপ্লাজার কাছে ঘটনাটি ঘটে।কি ভাবে একি রুটে গাড়ি দুটি চলে এলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। দূর্ঘটনার জেরে সাময়িক পথ অবরুদ্ধ হয়ে যায়। তবে পুলিশি তৎপরতায় ফের জানচলাচল শুরু হয় ৬ নং জাতীয় সড়কে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.