অরণ্য, ঝাড়গ্রাম- ২৫শে মার্চ:
ষষ্ঠ দফায় ভোট ঝাড়গ্রামে তৃনমূলের প্রার্থী কালিপদ সরেন ঝাড়গ্রাম বাসীর সাথে দোলউৎসব পালন করছেন। শুধুমাত্র প্রার্থী ঘোষনা হয়েছে তৃনমূলের। তৃনমূলের প্রার্থী একাই দোলের দিনটাকে প্রচারের কাজে লাগালেন।গত কাল বিজেপি রাজ্যের দ্বিতীয় দফায় নাম ঘোষনা হলেও ঝাড়গ্রামে প্রার্থীর নাম ঘোষনা হয়নি। তাই দোলের ময়দানে সকাল থেকে একা তৃনমূলের প্রার্থী কালিপদসরেন ঘুরে বেরাচ্ছেন।
ঝাড়গ্রামের বেশ কয়েক জায়গায় দোল খেলা হয়। সেখানে হাতে গোনা কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে মানুষের সাথে প্রচার করেন তিনি। সাধারণ মানুষের সাথে কথা বলেন। সাধারন মানুষ ও প্রার্থীকে এই প্রথম দেখছেন বলে জানান আমাদের ক্যামেরায়। ঝাড়গ্রামের প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে জনসংযোগের চেষ্টা চালান তিনি। সাধারন মানুষ তাকে রঙ মাখালেও তিনি কাউকে রঙ মাখান নি। অন্য কোনো দলের প্রার্থী ঘোষনা না হওয়ায় খোলা ময়দানে একাই রঙ মেখে চলেছেন ঝাড়গ্রামের তৃনমূলের প্রার্থী কালিপদ সরেন।