অরণ্য, ঝাড়গ্রাম-১৫ ই মার্চ:
অবশেষে তৃনমূলের প্রচার শুরু হওয়ায় কিছুটা স্বস্তি শাসক দলের। নাম ঘোষনার পর প্রায় একসপ্তাহের মাথায় রাজন্যার নেতৃত্বে ঝাড়গ্রামের তৃনমূলের প্রার্থীর হয়ে প্রচারে তৃনমূল ছাত্র সংগঠন। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না হলেও বিরোধী দল বিজেপি প্রচার শুরু করে দিয়ে ছিলো অনেক আগে থেকেই। আজ প্রচার শুরু করল তৃনমূল কংগ্রেস।
ভোট বড় বালাই, তাই প্রচারে কেউ খামতি রাখতে চায় না। জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত গোপীবল্লভপুরে এদিন দেখা গেল শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রচার করতে। ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে দেওয়াল লিখনেও অংশগ্রহণ করে ছাত্র সংগঠন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদিকা রাজন্যা হালদার, ঝাড়গ্রাম জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্চন বারিক, লকেশ কর, ব্লক তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে, ব্লক তৃনমূল ছাত্র পরিষদের সহসভাপতি আনন্দ বাড়ি, স্নেহাশীষ দাস সহ অন্যান্য নেতৃত্বরা।