নিজেস্বসংবাদদাতা, ঝাড়গ্রাম - ১১ই মার্চ :
ভোটের আগে শুরু হয়েছে এরিয়া ডমিনেশন এবং নাকাচেকিং। পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, পুলিশের হাতে গ্রেফতার দুই পাচারকারী। নতুন নতুন জায়গায় নাকা করছে জেলা পুলিশ। আর তার জেরেই গাজা সহ ধরা পড়ে গেলো দুই যুবক।পাচারের আগে গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিস। বেলিয়াবেড়া থানার বাহারুনা এলাকায় নাকা চেকিং চলাকালীন পুলিশের হাতে ধরা পড়ে দুই গাঁজা পাচারকারী।
পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরো জানা যায়, ওই ধৃত দুই ব্যক্তির বাড়ি ঝাড়খন্ড রাজ্যে, জানা গেছে ধৃত দুই যুবকের নাম গোপাল মহাপাত্র ও সন্দীপ খারাঙ্গা। রবিবার সন্ধ্যায় পুলিশের নাকা চেকিং চলছিল, সেই সময় ওই দুই গাঁজা পাচারকারী বাইকে করে আসছিলেন। এই এলাকায় মূলত চেকিং থাকেনা বলে এই রাস্তা ব্যবহার করছিলো তারা। কিন্তু হঠাৎ করে পুলিশের তল্লাশি দেখে বাইক ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পালানোর চেষ্টা সফল হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে ওই দুই যুবক। ওই দুই যুবকের কাছ থেকে প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার হয়। আজ তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে।