অরণ্য, ঝাড়গ্রাম-১১ই মার্চ:
দীর্ঘ বাম জামানা থেকে দূর্ভোগের শিকার কুবদা গ্রামের বাসিন্দারা।খবরের জেরে অবশেষে শুরু হল কজওয়ে নির্মাণের কাজ। খুশি এলাকাবাসী। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের কুবদা এলাকায় বহু বছর ধরে কজওয়ে নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। বছরের প্রায় সময়ই হাঁটু জলকে সঙ্গী করে চলত নিত্যদিনের যাতায়াত। সমস্যায় পড়তেন এলাকাবাসী সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন।
বিজেপির অভিযোগ ছিল শাসক দল যতদিন থাকবে রাস্তাঘাট সেতু বেহাল অবস্থাতেই থাকবে। সেই সময় তৃণমূল দাবি করেছিল দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর তার ছয় মাস যেতে না যেতেই শুরু হলো কজওয়ে নির্মাণের কাজ। কজওয়ে নির্মাণের কাজ শুরুর পরই বিজেপির ওপর পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল , তৃণমূলের উপপ্রধান সৌমিত্র মাইতি। তার বক্তব্য তৃণমূল কথা দিয়ে কথা রাখে। অন্যদিকে কজওয়ে নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি কুবদি গ্রামের বাসিন্দাদের।