নিজেস্বসংবাদদাতা, ঝাড়গ্রাম ২৯শে মার্চ:
প্রায় হাজার কোম্পানি বাহিনী সত্ত্বেও প্রতি বুথে বহিনী নিশ্চিত করতে পারছেনা নির্বাচন কমিশন। এ রাজ্যে নিজের ভোট নিজে দেওয়াতে নির্বাচন কমিশন সফল হচ্ছেন না। পশ্চিমবঙ্গ দেশে একমাত্র রাজ্য যেখানে ভোটাররা নিজের ভোট নির্ভয়ে দিতে পারেন না। গোটা ভোটিং সিস্টেম করাপ্টেড। পেশী শক্তিতে ভোট হচ্ছে। অভিযোগ সংগ্রামী যৌথমঞ্চের রাজ্য আহ্বায়ক ভাষ্কর ঘোষের।
আজ ঝাড়গ্রাম এর আইএমএ র সভাকক্ষে তারা একটি নির্বাচনী বিষয়ে আলোচনায় বসেছিলেন। মানুষ যাতে নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের সহায়ক হিসেবে কাজ করবেন বলে জানান। তারা একাধিক জায়গায় ক্যাম্প, ফ্লাইং ক্যাম্প করে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করবে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সংক্রান্ত আলোচনা করে আলোচনার শেষে এলাকায় মিছিল ও করে তারা।