অরণ্য, ঝাড়গ্রাম-২৬শে মার্চ :
এক অপরিচিত বৃদ্ধর ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে চুনপাড়া এলাকায়। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকার ঘটনা, আজ সকাল নাগাদ সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকার সামনের জঙ্গলে স্থানীয় বাসিন্দারা হঠাৎ করে দেখতে পায় একটি ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে। দেহে কাপড় ছিলোনা।
কাপড় জামা কিছুটা দূরে জড়ো করে রাখা ছিলো। সামনেই পড়ে থাকতে দেখা যায় রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার কার্ড তাতে নাম লেখা লালমোহন মাহাতো বয়স ৬৯, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হাতির হামলায় মৃত্যু নয়। তাহলে কাপড় জামা এভাবে গোছানো থাকতো না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রজুকরে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজে।