অরণ্য, ঝাড়গ্রাম- ১৭ই মার্চ:
ভুয়ো জন্ম, মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ঐ সার্টিফিকেট ব্যবহার করে সরকারি জমি কেনা বেচা থেকে একাধিক জায়গায় বেআইনি ভাবে ব্যবহারের অভিযোগও উঠল। যদিও ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়ার বিষয়টি স্বীকার করলেও সরকারি জমি দখল করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ঐ প্রধান। অভিযোগ মাণিকাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শত্রুঘ্ন মাহাত প্রধান গঠন হওয়ার পর থেকেই প্রায় শতাধিক জন্ম, মৃত্যুর সার্টিফিকেট হাতে লিখে মানুষকে দিয়েছেন। অথচ এখন হাতে লিখে জন্ম,মৃত্যু সার্টিফিকেট দেওয়া বেআইনি।
এছাড়াও গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে প্রায় দু থেকে তিন বিঘা সরকারি জমির মধ্যে বেশ কিছু অংশ তিনি জবর দখল করে রেখেন বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগ লিখিত ভাবে ডকুমেন্টস সহ গ্রামবাসীদের একাংশ এসডিও কে জানালে, জেলা থেকে তদন্ত শুরু হয়েছে শত্রুঘ্নের বিরুদ্ধে। উল্লেখ্য বর্তমানে জন্ম, মৃত্যু সার্টিফিকেট অন লাইনের মাধ্যমে আবেদন করলে, বেশ কিছু দিন পরে পাওয়া যায়। এবিষয়ে মাণিকপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেন," অন লাইনে আবেদন করার বিষয়ে আমি জানতাম না। আগের প্রধানকে দেখছি উনি হাতে লিখে জন্ম, মৃত্যুর সার্টিফিকেট দিতেন। তাই আমার কাছে কেউ আবেদন করলে আমিও তাদের হাতে লিখে দিতাম। প্রায় একশো কুড়ি থেকে ত্রিশটি সার্টিফিকেট দিয়েছেন বলে তিনি জানান। আর সরকারি জমিটির মধ্যে এক কাঠা জমি তিনি একজনের কাছ থেকে নিয়েছেন বলে স্বীকার করেন। তার দেওয়া ঐ সার্টি ফিকেট বিভিন্ন জায়গায় ব্যবহারও করেছে উপভোক্তারা। আগামী দিন তারা সমস্যায় পড়তে পারেন। ইতি মধ্যে দেশ জুড়ে এনআরসি চালু হয়েছে।সামনে ভোট তারই মাঝে তৃনমূল প্রধানের এই বেআইনি সর্টিফিকেট ইস্যু বিরোধীদের কাছে এক বড় হাতিয়ার।তবে প্রশাসন গোটা বিষয়টা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।