রাতে অন্ধকারে চলছে বেআইনি পুকুর ভরাট

 জয় ভট্টাচার্য, কলকাতা- ২১শে মার্চ:


কলকাতা পুরসভার ১৩১ নং ওয়ার্ডের ৭৫ নং বনমালী নস্কর রোডে রাতের অন্ধকারে প্রায় সাড়ে চার বিঘা জমির পুকুর ভরিয়ে বেআইনী বাড়ি তৈরীর কাজ চলছিল । ১/৩ অংশ ভরাট হয়েও গেছে । পুলিশ চুপ ছিল কাউন্সিলর ও এম এল এ রত্না চ্যাটার্জির নির্দেশে । স্থানীয় মানুষ ও পার্টি কর্মীরা 

বাঁধা দিতে আসলে পুলিশ এসে হাজির হয়।পরে সি পি আই (এম) পার্টি নেতা কৌস্তভ চ্যাটার্জী ও কর্মীদের চাপে পুলিশ পালিয়ে যায় । এরপর পর্ণশ্রী থানায় ডেপুটেশন দেওয়া হয় । গোটা কলকাতা বেহালা জুড়েই চলছে তৃণমূলের এই বেআইনী দখলের বেয়াদপি।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.