বামেদের ডাকে অধিকার যাত্রা

 অরণ্য, ঝাড়গ্রাম-৩ মার্চ :

অধিকার যাত্রা কে ঘিরে  তৃনমূল, বিজেপির কটাক্ষ।লোকসভা ভোটের আগে কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে অধিকার যাত্রা কে কেন্দ্র করে,  জঙ্গলমহলে বাম সংগঠনের বারবারন্ত ছিলো চোখে পড়ার মতো। যদিও এই মিছিল কে গুরুত্ব দিতে নারাজ তৃনমূল এবং বিজেপি। আজ সকালে উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া অধিকার যাত্রার গন্তব্য ছিলো ঝাড়গ্রাম। কাজের অধিকারের দাবিতে বাম সংগঠন গুলো সকালে ঝাড়গ্রাম রাস্তায় সুসজ্জিত মিছিল সংগঠিত করে।


তার পর স্ট্রিট কর্নার করে তারা বর্তমান তৃনমূল সরকারের সমালোচনা করে। এর আগে DYFIএর ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশে ঝাড়গ্রাম থেকে লোক যোগ দিয়েছিলো চোখে পড়ার মতো। যদিও তৃনমূলের নেত্রী রেখা সরেন বলেন সিপিএম তার নীতি পরিবর্তন করে সব কিছু বাদ দিয়েছে। তাই চোরা স্রোত থাকলেও তৃনমূলের কোনো সমস্যা হবেনা। অপর দিকে বিজেপি সিপিএম এর এই মিছিল কে গুরুত্ব দিতে নারাজ। তাদের অস্থিত্ত্ব নেই বলেই দাবি বিজেপির রাজ্য সভাপতি তুফান মাহাতর।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.