জাতিসত্ত্বার আন্দোলনে সরব সদগোপরা

অরণ্য, ঝাড়গ্রাম-৪ঠা ফেব্রুয়ারি:

 ঝাড়গ্রাম জেলায় কুড়মি, মুন্ডা ভূমিজদের আন্দোলনের মধ্যে এবার নতুন সংযোজন  ভোটের আগে  সদগোপদের। লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে জাতিসত্ত্বার আন্দোলনে সরব সদগোপরা । এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে, এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে— জাতিসত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে। লোকসভা ভোটের আগে জাতিসত্ত্বার দাবিটিকে আরও জোরাল ভাবে প্রশাসনের নজরে আনতে এ বার পথে নামছেন সদগোপ সম্প্রদায়। নিজেদের অধিকার বুঝে নিতে রবিবার সদগোপ সমাজ একত্রিত হয়েছিলেন লোধাশুলি এলাকার এক অতিথি শালায়।

রবিবার ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে আয়োজিত হল সদগোপ আন্দোলনের জেলা সম্মেলন । ঝাড়খন্ড রাজ্যের সদগোপ সমাজের রাজ্য সভাপতি রণজিৎ বালা জানান,অন্যান্য রাজ্যে আমরা ওবিসি তালিকা ভুক্ত হলেও বাংলায় হয়নি। বাংলায় তালিকা ভুক্ত না হওয়ার জন্য কেন্দ্রীয় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আজকের এই আলোচনা সভায় আগামী দিনের রূপরেখা ও জেলা কমিটি গঠন করা হলো। এছাড়াও উপস্থিত ছিলেন সদগোপ আন্দোলনের ঝাড়গ্রাম জেলা সভাপতি চন্দ্রশেখর সাউ, সদগোপ সমাজের নেতা অবনী কুমার ঘোষ।এর আগেই এসটির  দাবিতে সরব হতে দেখা গেছে কুড়মিদের। তারা তাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যা লোক সভা ভোটে প্রভাব পড়তে বাধ্য।মুন্ডা,ভূমিজ সংগঠন ও বঞ্চনার দাবিতে সরব হয়েছেন। তারা মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে লিখিত ভাবে জানানোর চেষ্টাও করে আগামী দিন তীব্র আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। ফলে জঙ্গলমহল জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রাস। চাপ বেড়েছে রাজনৈতিক দল গুলির উপর। লোকসভা নির্বাচনের আগে জঙ্গল মহলে একের পর এক আন্দোলন সংগঠিত হচ্ছে তাতে যথেষ্ট চাপে পড়তে চলেছে রাজ্যের শাসকদল।এগুলোর মধ্যেই নতুন করে মাথা  চাড়া দিয়ে উঠল সদগোপ সমাজ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.