অরণ্য, ঝাড়গ্রাম-৩রা মার্চ:
কর্মবিরতিতে আশা কর্মীরা। পালসপলিও কর্মসূচীতে যোগ দিলোনা একাংশের আশাকর্মী। পালস পলিও সুষ্ঠু ভাবে সংগঠিত করতে সমস্যায় স্বাস্থ্য আধিকারিকরা।কর্মসূচী রুপায়ন করতে ভলেন্টিয়ার ও অঙ্গনওয়ারী কর্মীদের নিয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা।পয়লা মার্চ থেকে আশা কর্মীরা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলো। তাদের বেতন বৃদ্ধি, নির্দিষ্ট ছুটি সহ একাধিক দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন আশা কর্মীরা।
১লা তারিখ থেকে তারা কাজ না করার দাবিতে স্বাস্থ্য আধিকারিকদের আগাম চিঠি লিখেও জানায়। তবে পালস পলিওর মত গুরুত্বপূর্ণ কর্মসূচী পালনের অনুরোধও করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ঝাড়গ্রাম জেলার বেশ কিছু জায়গায় সেই অনুরোধ উপেক্ষা করে কর্মবিরতিতে সামিল হন একাংশের আশা কর্মীরা। তারা ঝাড়গ্রামে মিছিল করে অভিযোগ করেন তাদের কাজে যোগ দিতে বাধ্য করছেন স্বাস্থ্য আধিকারিকরা। যেখানে যেখানে আশা কর্মীরা কাজে যোগ দেন নি। সেখানে বিকল্প হিসেবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং ভলেন্টিয়ার দিয়ে কর্মসূচী রুপায়নের কাজ চলছে। আশা কর্মীদের দাবি আদায়ের অধিকার থাকলেও পালস পলিও কর্মসূচীর মত গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মবিরতি খুব একটা ভালো ভাবে নিচ্ছেনা সাধারন মানুষ।