অরণ্য, ঝাড়গ্রাম- ৩১শে মার্চ:
রবিবারে সকাল থেকেই শহরে প্রচার করছেন তৃনমূলের প্রার্থী কালিপদ সরেন। রোদ ওঠার আগেই একাধিক ওয়ার্ড ঘুরে এলাকার চা দোকানে বসে চায়ের সাথে আড্ডা জমান তিনি। আড্ডার মাঝেই শুনে নেন এলাকার মানুষের অভাব অভিযোগ। চা খেতে খেতেই উঠে গিয়ে বয়ষ্ক লোকেদের সাথে কথা সেরে নিচ্ছেন। কদমকানন এলাকায় এক নম্বর ওয়র্ডে মানুষ অভিযোগ করেন লেভেলক্রসিং নিয়ে।
চরম হয়রানির শিকার হতে হয়। বিষয়টা গুরুত্বর সাথে দেখবেন বলে জানালেন প্রার্থী। আজ সারাদিন শহরেই প্রচার সারবেন তিনি। যেহেতু ছুটির দিন জেলা সদরে সবাই বাড়িতে থাকবেন তাই রবিবার ঝাড়গ্রাম শহরে প্রচার। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ চড়া হওয়ায় দুপুরববেলা প্রচার বন্ধ রেখে দলিয় কর্মীদের সাথে আলোচনা সারবেন বলে জানালেন প্রার্থী নিজে। ফের বিকেলে শহরে প্রচার সারবেন। গতকালই বিজেপির প্রার্থীর নাম ঘোষনা হয়েছে। তবে আজ তাকে কোথাও দেখা যায়নি। প্রচারে এখনো এগিয়ে পদ্মশ্রী কালিপদ সরেন।