পানীয়জলের ট্যাঙ্কে মরা কুকুর

অরণ্য, ঝাড়গ্রাম-৩রা ফেব্রুয়ারি:

পানীয়জলের ট্যাঙ্কে মরা কুকুর বাচ্চা।সেই জল পানও করে পড়ুয়ারা। মৃত কুকুকুরের দেহ পড়ুয়াদের দিয়েই তোলান  প্রধান শিক্ষক,এই নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা। স্কুল ঘিরে উত্তেজনা গোপীবল্লভপুরে । দুনম্বর ব্লকের আমদাপাল  জুনিয়র হাইস্কুলের ঘটনা। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এলাকার অভিভাবকরা। অভিভাবক ও এলাকাবাসীদের অভিযোগ গত ২ দিন আগে জলের ট্যাংকে কেউ বা কারা কুকুরের মরা বাচ্চা ফেলে যায় এবং সেই জল পান করে পড়ুয়ারা, আর ঠিক সেই সময় সেই জল থেকে পচা গন্ধ ছড়াতেই ট্যাঙ্ক খুলে দেখতেই চক্ষু চড়ক গাছ।

শেষমেশ স্কুলের পড়ুয়াদের ছাদে উঠিয়ে সেই মরা কুকুর কে ফেলান প্রধান শিক্ষক বলে অভিযোগ। দাবি স্কুলে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা রাতের অন্ধকারে বসে মদের আসর। সমাজ বিরোধিদের আখড়া হয়ে ওঠে অন্ধকার নামলেই এমনটাই অভিযোগ। পাশাপাশি গতকাল পড়ুয়ারা যদি কুকুর উদ্ধার করতে গিয়ে কোনো বিপদ ঘটত তার দায় ভার কে নিত বলে সরব অভিভাবক রা? হুস নেই স্কুল কর্তৃপক্ষের। এলাকাবাসীর দাবি এই  স্কুলে বাউন্ডারির অর্থাৎ প্রাচীর দেওয়াল ব্যবস্থা করা হোক, লাইটের ব্যবস্থা করা হোক না হলে রাত্রে এখানে সিভিক দেওয়া হোক। প্রধান শিক্ষক ক্যামেরার সামনে কোনো কথা  বলতে চাননি। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.