অব্যাহত হাতির তাণ্ডব

অরণ্য, ঝাড়গ্রাম - ৫ ই ফেব্রুয়ারি :

হাতির তাণ্ডব অব্যাহত । রোজ হাতির হামলার আতঙ্কিত গ্রামবাসীরা । 
ভাঙলো ঘরবাড়ি প্রানে বাঁচলো দুটি পরিবার, চোখে মুখে আতঙ্ক, কেঁদে ফেললেন এক ব্যক্তি,দিবা-রাত হাতির তান্ডবে অতিষ্ঠ সাঁকরাইলের ছোড়দা খয়রাপাটি গ্রাম, গোটা রাত  হাতির হামলা চালায় ঝাড়গ্রাম জেলার  সাঁকরাইলের ছোড়দা, খয়রাপাটি গ্রামে। 

হাতি তান্ডব চালিয়ে ভেঙ্গে ফেলে একের পর এক বাড়ি, তছনছ করে ফেলে পাঁচটি বাড়ি,ছোট ছোট সন্তানদের নিয়ে কোনোরকমে প্রানে বাঁচলেন গ্রামের দুই ব্যক্তি। পাশাপাশি ক্ষতি করে চাষের ফসলসহ সব্জিরও বারংবার হাতি এলাকায় তান্ডব চালালেও এলাকায় আসেনা বনদপ্ত।বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর, অভিযোগ হাতি তাড়ানোয় কোনোরকম  ব্যবস্থা গ্রহণ করে না বনদপ্তর। মেলেনা ক্ষতি পূরণও, এলাকায় সারাবছরই হাতির দেখা মিললেও দেখা মেলেনা বনদপ্তরের আধিকারিকদের। এলাকাবাসীরা চায় দ্রুত হাতি তাড়ানো ও ক্ষতি পূরণের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন বনদপ্তর।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.