হাতি তান্ডব চালিয়ে ভেঙ্গে ফেলে একের পর এক বাড়ি, তছনছ করে ফেলে পাঁচটি বাড়ি,ছোট ছোট সন্তানদের নিয়ে কোনোরকমে প্রানে বাঁচলেন গ্রামের দুই ব্যক্তি। পাশাপাশি ক্ষতি করে চাষের ফসলসহ সব্জিরও বারংবার হাতি এলাকায় তান্ডব চালালেও এলাকায় আসেনা বনদপ্ত।বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর, অভিযোগ হাতি তাড়ানোয় কোনোরকম ব্যবস্থা গ্রহণ করে না বনদপ্তর। মেলেনা ক্ষতি পূরণও, এলাকায় সারাবছরই হাতির দেখা মিললেও দেখা মেলেনা বনদপ্তরের আধিকারিকদের। এলাকাবাসীরা চায় দ্রুত হাতি তাড়ানো ও ক্ষতি পূরণের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন বনদপ্তর।