অরণ্য, ঝাড়গ্রাম-২০শে ফেব্রুয়ারি:
পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের নির্দেশ অনুযায়ী সাঁকরাইল খুদমরাই গ্ৰাম পঞ্চায়েতের নেকড়াশুলিতে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান এর জন্য সহায়তা কেন্দ্র করল খুদমরাই অঞ্চল তৃণমূল। নেকড়াশুলিতে সহায়তা কেন্দ্র করে স্থানীয় ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের নাম সংগ্ৰহ করা হয়।
জানা গেছে কেন্দ্রের ১০০ দিনের কাজ করে এতদিন মজুরি থেকে বঞ্চিত ছিলেন তাদের মজুরি প্রদান করবে রাজ্য সরকার।তাই যাতে প্রকৃত বঞ্চিত শ্রমিকরা সঠিক সময়ে মজুরি পান তাই এই ক্যাম্পের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অনুপ মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা।