লক্ষ্যভ্রষ্ট বোমা আঁছড়ে পড়লো চাষের জমিতে

 অরণ্য, ঝাড়গ্রাম- ১২ই ফেব্রুয়ারি :


কলাইকুন্ডা এয়ার ফোর্সের ফাইটার জেটের থেকে ছোড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে সাঁকরাইল ব্লকের চামটি ডাঙা গ্রামের চাষের জমিতে আছড়ে পরে। চাষের জমির উপর দিয়ে যাওয়া ৩৩হাজার ভল্টের তার ছিড়ে পড়ে জমিতে। তবে কপাল ভালো কেউ হতাহত বা আহত হয় নি। তবে একাধিক বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে বলে অভিযোগ।


প্রচন্ড আওয়াজ আর কম্পনে কেউ কেউ অসুস্থ বোধ করে। পরে এয়ার ফোর্সের একাধিক অফিসার ও জওয়ান ঘটনা স্থলে এসে পৌঁছান। গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে তারা। ঘটনা টি ঘটে আজ দুপুর বেলা। বম্বিং প্রাকটিস করতে গিয়ে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যেখানে বোমাটি পড়ে সেখানে বিশাল গর্ত হয়ে গেছে। ঘটনার পর ক্ষোভ উগরে দেন এলাকার মানুষ।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.