গ্রামবাসীদের তৎপরতায় মোরাম পাচার আটকে গেল

অরণ্য, ঝাড়গ্রাম-৪ ঠা ফেব্রুয়ারি:

গ্রামবাসীদের তৎপরতায় মোরাম পাচার করতে পারলো না ঠিকাদার সংস্থা। মাধ্যমিক পরীক্ষা কে কাজে লাগিয়ে ফরেষ্ট ল্যান্ড থেকে দেদার মোরাম চুরি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার শলবানি এলাকায় কংসাবতী ক্যানেল বরাবর পার্শ্ববর্তী এলাকায়। গত কয়েক মাস ধরে ক্যানেল  সংস্কার  করছিল এক ঠিকাদার সংস্থা। কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত মোড়াম অন্য জায়গায় কাজে লাগানোর অনুমতি নেয় তারা। আর সেই অনুমতির ফাঁকে বনভূমী এলাকা থেকে মোরাম তুলে পাচার শুরু করে। এদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে বলে বনদপ্তর,সাধারণ প্রশাসনের নজর সেই দিকে থাকবে। সেই সুযোগে ফরেষ্টের ভেতরের মোরাম পাচার শুরু করে ঠিকাদার সংস্থা। অভিযোগ  গ্রামবাসীদের । তাদের দাবি উদ্বৃত্ত মোরাম তো তুলছেই পাশা পাশি ওই ঠিকাদার বহু পুরনো ফরেষ্টের মোরাম ও তুলে নিচ্ছে ।

 গ্রামবাসীরা এই বিষয়ে প্রথমে বনদপ্তরকে  জানালে তারা বিষয়টি বেনিয়াম বলেই দাবি করেন। গ্রামবাসীদের লিখিত অভিযোগ দিতে বলেন। অপরদিকে ভূমি রাজস্ব থেকে মোরাম তোলার বিষয় টি স্বীকার করে নিয়ে বলেন যে আমরা ক্যানেলের পাশের  বলেছিলাম কিন্তু উনারা যেখান থেকে তুলছেন এটা বেআইনি। আমরা এই বিষয় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে যা উপযুক্ত আইনত ব্যবস্থা নেব। রোজই এই ভাবেই জঙ্গলের গাছ এবং বনজসম্পদ ,পাথর,মোরোম লুঠ হয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে প্রকৃতি।এর পেছনে প্রশাসনের একাংশ দায়ী বলে দাবি গ্রামবাসী দের। তবে শালবনিতে গ্রামবাসীরা রুখে দাঁড়ানোর আপাতত বন্ধ হয়েছে মোরাম চুরি।ডথথথ

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.