অরণ্য, ঝাড়গ্রাম - ১০ই ফেব্রুয়ারি:
হাতির হামলায় জেরবার ঝাড়গ্রামবাসীদের প্রতিদিন আতঙ্কে দিন কাটাতে হয়। হাতির হানায় ভাঙালো বাড়ি, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সোনাখুলী এলাকায় রাত ভোর তান্ডব চালায় দলছুট দাঁতাল। ভেঙ্গে ফেলে এক বৃদ্ধার বাড়ি, নষ্ট করে ফেলে বাড়ির সমস্ত জিনিসপত্র ।
এলাকায় ক্ষতি হয় চাষের জমি, রাত্রি দুটো নাগাদ সাঁকরাইলের সোনাখুলী এলাকায় হঠাৎ করেই ঢুকে পড়ে দাঁতাল হাতি। শুরু করে তান্ডব,বাড়িতেই শুয়ে ছিলেন এক বৃদ্ধা কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন। বনদপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।