ED র তলব মুকুল রায়কে

নিজেস্বসংবাদদাতা, কাঁচরাপাড়া- ১৬ই ফেব্রুয়ারি:


প্রাক্তন রেলমন্ত্রী তথা কৃষ্ণনগরের বিধায়ক রাজ্যসভার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য  মুকুল রায় কে ED তলব। সেই বিষয়ে মুকুল রায়কে জিজ্ঞাসা করলে তিনি জানান এখনো সেরকম কোনো বিষয় আমি জানিনা। শরীর সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এখন সুস্থ আছি।

চিটফান্ড দুর্নীতিতে  মুকুল রায়কে দিল্লিতে তলব বলে জানান  ইডি। অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে আগেই উঠে এসেছিল মুকুল রায়ের নাম। সেব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে। শুভ্রাংশু রায় জানিয়েছেন। বাবার দিল্লি যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই। ঠিক মতো হাটা চলা করতে পারেন না । কোনো কথা ঠিক মতো মনে রাখতে পারে না।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.