শুরু হল ২০২৪এর মাধ্যমিক পরীক্ষা

অরণ্য, ঝাড়গ্রাম - ২রা ফেব্রুয়ারি :

জীবনের প্রথম পরীক্ষায় যাতে কোনও বাঁধার সম্মুখীন হতে না হয়, তার জন্য প্রশাসনের তৎপরতা চোখে পরার মতো।রাস্তায় হাতি যাতে জীবনের প্রথম বড় পরীক্ষায় বাঁধা হয়ে দাঁড়াতে না পারে তার জন্য বন দপ্তরের তরফ থেকে রয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা জুড়ে বাস মালিকরা বিনা ভাড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। ২০২৪ এর মাধ্যমিক শুরু।  জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে ছাত্র, ছাত্রীরা। পপরীক্ষার সময় এগিয়ে আসায় কিছুটা সমস্যা হলেও সব কিছুকে উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থীরা। জেলায় এবার মোট পরীক্ষার্থী ১২৯৭৫ জন। ছাত্রী -৬৯৩৩ , ছাত্র -৬০৪২। 


এবার পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা জেলাজুড়ে প্রতিটা জায়গায় পুলিশ প্রশাসনের তরফে বাইক, গাড়ি সহ সিভিক এবং সংশ্লিষ্ট থানার স্টাফরা উপস্থিত। কোথাও কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে তা দ্রুত  সমাধান করবেন। পাশাপাশি মোবাইল ভ্যান নজরদারি চালাবে। জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হামলা ঠেকিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বনদপ্তর ইতি মধ্যে হাতির গতিবিধির উপর নজর রাখছে। জঙ্গল লাগোয়া রাস্তায় যেখানে হাতি থাকতে পারে তা চিহ্নিত করে সেখানে হাতি তাড়ানোর গাড়ি ঐরাবত এবং হুলাপার্টি মজুত থাকবে। ঐরাবৎ পৌঁছে দেবে ছাত্র ছাত্রী দের। বাসওনার্স অ্যাসোসিয়েশনও এবার পরীক্ষার্থীদের পাশে থাকার লক্ষ্যে তাদের আসা যাওয়া নিখরচার ব্যবস্থা করেছেন। সমস্ত স্তরের সহায়তায় জীবনের প্রথম পরীক্ষায় উর্ত্তীন্য হতে প্রস্তুত পরীক্ষার্থীরাও।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.