তৃনমূল কংগ্রেসের সংহতি মিছিল

 নিজেস্বসংবাদদাতা, ২৩শে জানুয়ারি-বিজপুর, হাওড়া:


বাইশে জানুয়ারি অযোধ্যাতে রামলালা প্রাণ প্রতিষ্ঠাতা হলো। ঠিক তার পাশাপাশি বাংলা জুড়ে মুখ্যমন্ত্রীর আদেশে সংহতি মিছিলের ডাক দেওয়া হয়।  ঠিক এরকম এক দৃশ্য দেখা গেল বীজপুর বিধানসভা বিজপুর বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল সংহতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান সাধারণ মানুষ থেকে শুরু করে বহু নেতৃত্ব। উপস্থিত ছিলেন কাঁচরাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহর পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ ও হালিশহরের উপপ্রধান হিমানীশ ভট্টাচার্য ও দুই পৌরসভার  কাউন্সিলরগণ।  


অন্য দিকে হাওড়া সাঁকরাইল তৃনমূল কংগ্রেসের তরফ থেকেও সংহতি মিছিলের আয়োজন করা হয় ।মিছিলের নেতৃত্ব দেন এম এল এ প্রিয়া পাল ,হাওড়া জেলার INTTUC র সভাপতি অরূপেশ ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন । মিছিল শুরু হয় আন্দুল  বাসস্ট্যান্ড থেকে শেষ হয় পূর্বপাড়ায়। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.