অরণ্য,ঝাড়গ্রাম-২০শে জানুয়ারি:
রাম মন্দির কর্মসূচীকে ঘিরে বিজেপি সহ হিন্দুত্ত্ববাদী দলগুলোর তৎপরতা চোখে পড়ার মতো। আর মাত্র দুদিন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা কে কেন্দ্র করে গোটা দেশ মেতে উঠেছে। পিছিয়ে নেই জঙ্গলমহল ও। জঙ্গলমহলেও নানান কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একাধিক শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, রামনবমী উদযাপন কমিটি, পাশাপাশি রাজনৈতিক দল বিজেপির সদস্যরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন।
অযোধ্যার রাম জন্মভূমি থেকে আসা অক্ষত চাল ও চিত্রসহ আমন্ত্রণ পত্র প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন তারা।বিজেপির কর্মসূচী অনুযায়ী চলছে মন্দির চত্ত্বর পরিষ্কার।জঙ্গলমহলের একাংশের মানুষের মধ্যেও উন্মাদনা চোখে পড়ছে। জেলার বিভিন্ন রাম মন্দির হনুমান মন্দিরে নানান কর্মসূচী নেওয়া হয়েছে। চিঁচড়াতে মন্দির প্রতিষ্ঠা সাথে সকাল থেকে রেলি, গীতা পাঠ, হনুমান চালিশা পাঠ থেকে শুরু করে প্রদীপ প্রজ্বলন করা হবে।বেলিয়াবেড়া ব্লকের নোটায় রাম মন্দির কে ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মত।