নিজেস্বসংবাদদাতা , ঝাড়গ্রাম - ৩০ শে জানুয়ারি:
জঙ্গলমহলে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলো বিজেপি। বিজেপির জেলা সভাপতি তুফান মাহাত ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের রাধানগর অঞ্চলে কর্মী সমর্থক দের নিয়ে দেওয়াল লেখা শুরু করেন। দেওয়াল জুড়ে স্লোগান "আবার মোদি সরকার"। তুফান মাহাত জানান প্রতি বুথে ৫টি করে দেওয়াল লেখনের নির্দেশ দেওয়া হয়েছে।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ১৩৯ টা অঞ্চলের প্রায় ২২০০ বুথে এই নির্দেশ কার্যকরি করার কথা বলা হয়েছে। এমনিতেই দুর্নীতি সহ একাধিক সমস্যায় থাকা তৃনমূল দলের থেকে ভোট প্রচারেও তৃনমূলকে পেছনের সারিতে রাখতে মরিয়া বিজেপি।যদিও তৃনমূলের জেলা কমিটির সদস্য রেখা সরেন জানান বিজেপি যতই প্রচার শুরু করুক, মানুষ তৃনমূল দলের সাথে আছে। ভোটই তার একমাত্র প্রমান হবে।