অরণ্য, ঝাড়গ্রাম - ১৫ই জানুয়ারি :
জঙ্গল মহলে মকর সংক্রান্তিতে হয় ঐতিহাসিক প্রাচীন বুলবুলি পাখির লড়াই। উড়িষ্যা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া সুবর্ণরেখা নদীর উপকুলে অবস্থিত শ্রী পাট গোপিবল্লবপুর রাধাগোবিন্দ জিউর মন্দিরের সামনে চাঁদোয়া টাঙিয়ে ঝাঁ চকচকে বিছানার উপর প্রায় ৪৫০ বছর ধরে হয়ে আসছে এই ঐতিহাসিক বুলবুলি পাখির লড়াই। মকর সংক্রান্তি দিন সুবর্ণরেখা নদীতে স্নান সেরে একে একে হাউরিরা হাউসি অর্থাৎ যারা বুলবুলি পাখি নিয়ে আসেন তাদের হাউসি বলে।অপরদিকে সাধারণ মানুষের পিঠে পুলি খেয়ে ভীড় জমিয়েছেন। গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ির রাধাগোবিন্দ জিউর মন্দিরে সামনে।উদ্দেশ্য একটাই বুলবুলি পাখির লড়াই দেখা।
এখানে বুলবুলি পাখির লড়াই মূলত দুটি সাইকে নিয়ে হয় এখান সাই অর্থাৎ পাড়াকে নিয়ে হয়।বাজার সাই বা পাড়া ও দক্ষিণ সাই বা পাড়া এই খেলায় জন্য হাউসিরা প্রায় একমাস আগে থেকে বুলবুলি পাখি ধরে নিয়ে আসেন । আর তার পরেই রাধাগোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গনে শুরু হয় বুলবুলি পাখির খেলা । এখনো এই বুলবুলি পাখির লড়াই দেখতে ভিডিও জমান পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ছাড়া ও পাশের রাজ্য ঝাড়খণ্ড ওড়িষ্যা থেকে । বর্তমানে যুগে ইন্টারনেটের অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে সে জায়গায় ঐতিহাসিক সেই পুরনো স্মৃতি আঁকড়ে রেখেছে এই এলাকার মানুষ। প্রায় ৪৫০ বছরের সেই মকর সংক্রান্তিতে বাড়িতে পিঠে পুলি খেয়ে দুপুরে বুলবুলির লড়াই দেখতে ভিড় ৮ থেকে ৮০।। লড়াই শেষে হেরে যাওয়া পাখিদের ছেড়ে দেওয়া হয়।