ঘন কুয়াশায় মধ্যেই চলছে সংক্রান্তির স্নান

 অরণ্য, ঝাড়গ্রাম-১৫ই  জানুয়ারি:


কুয়াশায় ঢাকা সংক্রান্তির সকাল দেখল জঙ্গলমহলবাসী।সকালের তাপমাত্রা প্রায় ৯° র কাছাকাছি। প্রবল ঠান্ডা আর  ঘন কুয়াশার জন্য একদিকে যেমন যানবাহনের চলাচলে ব্যাহত হয় , ঠিক তেমনি সংক্রান্তির সকালে পূর্ণ স্নানের জন্য  মানুষও আসেন দেরি করে। বেলা বারার সাথে সাথে নদী পাড় গুলোতে ভিড় জমতে শুরু করে। 

ঝাড়গ্রাম শহর থেকে সবচেয়ে কাছে কংসাবতী বয়ে গেছে বৈতা দিয়ে। সোমবার সকালে এই ঘাটে দেখা গেল ঘন কুয়াশায় মোরা দুই হাত দূরের কাউকেই পরিষ্কার দেখা যাচ্ছে না। তার মধ্যেই ধীরে ধীরে বাড়ছে লোক, বসছে মেলা। স্নান সেরে নতুন জামা পরে তার পর হয় মোরোগের লড়াই অথবা হাটে অভিযান। সাথে পিঠে  আর হুল্লোর। পাড়ায়  পাড়ায় চলছে টুসু গান।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.