অরণ্য, ঝাড়গ্রাম- ৩০ শে জানুয়ারি:
দূর্নীতি সব জায়গাতেই, কিছুতেই পিছু ছাড়তে না দূর্নীতি শিক্ষা , স্বাস্থ্য , রেশন, রাস্তা এবার সেতু। ডুলুং নদীর উপর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেতু নির্মাণ করা হয়েছিলো।নির্মানের কয়েক মাসের মাথায় ভেঁসে গিয়েছিল সেতু। নির্মাণ কাজ চলাকালীন ২০১৭ সালে নিম্নমানের সামগ্রী ও দূর্নীতির অভিযোগ তুলেছিলেন এলাকাবাসী।কাজের দূর্নীতির জেরে লক্ষ লক্ষ টাকা দিয়ে সেতু নির্মাণ করেও সাধারণ মানুষের কোনো কাজেই লাগল না সেতু চরম দূর্ভোগে এলাকার বাসিন্দারা।গত ২০১৭ সালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা চার নং অঞ্চল ও আধাঁরি তিন নং অঞ্চলের সংযোগস্থল বনপুরা এলাকায় বয়ে যাওয়া ডুলুং নদীর অপরে তৈরি হয়েছিল সেতু, গ্রামবাসীদের দাবি সেই সময় নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে ডিএম সহ বিডিওর কাছে অভিযোগ দায়ের করে গ্রামবাসীরা, অভিযোগ জানালেও মেলেনি সুরাহা,টনক নড়েনি প্রশাসনের , ওভাবেই গড়ে ওঠে সেতু,সেতুর একদিকে কোনো রকম গাডওয়াল না দিয়েই ওভাবেই কোনোরকম নির্মাণ করা হয় সেতুটি, নির্মাণের কয়েকদিন এর মধ্যেই ভেঁসে যায় সেতু,এ বিষয়ে গ্রামবাসী সহ বিরোধীরা কাঠগড়ায় তুলেছে তৃণমূলকেই।
তৃনমূল নেতাদের মদতেই নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করা হয় বলে দাবি এলাকাবাসীর,বনপুরা গ্রামের বেশ কিছু মানুষের চাষের জমি নদীর ওপারে একদিকে চাষের ক্ষতি সহ আরও ১০-১২টি গ্রামের মানুষদের যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে,ওই এলাকার বাসিন্দাদের নদীর ওপার দিয়ে ব্লক অফিস সহ নানান কাজে যেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নতুন করে পুনরায় সেতু নির্মাণের দাবিতে সরব এলাকার বাসিন্দারা।