অরণ্য, ঝাড়গ্রাম -৪ঠা জানুয়ারি:
দিনের বেলা দাঁতালের দাদাগিরি। ভাঙল দরজা, দেওয়াল। সাবার বাড়ির খাবার। দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই গ্রামবাসী দের। সিরিয়াল বা সিনেমায় প্রায়ই দেখা যায় নায়ক দেওয়লে বা দরজায় লাথি মেরে দেওয়াল ভেঙে দিচ্ছে কিন্তু আজকের ছবি টা একদম অন্য রকম ।এটা কোনো সিনেমা নয় , দিনের বেলায় খাবারের খোঁজে দাঁতাল এক পা তুলে দেওয়াল ভেঙে খাবার বার করে খাচ্ছে। লাইভ দাঁতালের হামলা।
দিন দুপুরে দাঁতাল হাতির তাণ্ডব চলছে ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া বিটের অন্তরগত পাঁচামি গ্রামে। খাবারের সন্ধানে গ্রামে ঢুকে ফসলের ক্ষয়ক্ষতি সহ বাড়ির দেওয়াল,দরজা, জানালা ভেঙ্গে খাবারের জন্য তান্ডব চালাচ্ছে দাঁতাল হাতি। আতঙ্কিত পাঁচামি গ্রামের সাধারণ মানুষ বনদপ্তরকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে এখনো বনদপ্তর গিয়ে পৌঁছায়নি, ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা।