চুরি গেল বনদপ্তরের ক্যামেরা

অরণ্য, ঝাড়গ্রাম - ২৮ শে জানুয়ারি:


হাতি এবং চোরাকারবারদের গতিবিধি জানতে জঙ্গলে বসানো ক্যামেরাই চুরি হল অবশেষে। জঙ্গল থেকে ক্যামেরা চুরি করে নিজের ঘরে লাগালো চোর। আর সাথে সাথে অটোমেটিক সেই ছবি বনদপ্তরের  নিজস্ব সাইটে আপলোড। এর পর চোর বাবাজীবনের শ্রীঘর যাওয়া ছাড়া আর উপায় কি? হাতি এবং চোরাকারবারদের গতিবিধি জানতে জঙ্গলে বসানো বিশেষ প্রযুক্তির ক্যামের। ক্যামেরার সামনে যা ঘটবে তার ছবি অটমেটিক বনদপ্তরের নিজেস্ব সাইডে আপলোড হতে থাকবে। নির্দিষ্ট জায়গা চিন্হিত করে বনদপ্তর ঝাড়গ্রামের জঙ্গলে এবং জঙ্গল লাগোয়া জায়গায় বেশ কিছু ট্রেলকাট ক্যামেরা লাগিয়েছে। তারই একটা ক্যামেরা সম্প্রতি খোয়া যায়।  

ঝাড়গ্রাম শহরে প্রতিনিয়ত হাতির তাণ্ডব বৃদ্ধি পাওয়ায়  বনদপ্তর জঙ্গল চত্বরে  বিশেষ প্রযুক্তির ট্রেলকাট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়।সেই মতো বিভিন্ন জায়গায় হাতির গতি পথে নজর দারি চালানোর জন্যে এই ক্যামেরা বসানো হয়। অভিযোগ সিধাডাঙ্গা গ্রামের জিসুন হাঁসদা নামে এক যুবক জঙ্গল থেকে সেই ক্যামের খুলে বাড়িতে নিয়ে যায়। খোলার সময় তার ছবি থাকলেও কোথায় নিয়ে গেছে সেটা ধরতে সমস্যায় পড়ে বনদফতর। এর পর ঐ যুবক বাড়িতে সেটা লাগানোর সাথে সাথে আবার বনদফতর কে ছবি পাঠাতে থাকে। সেই সূত্র ধরেই ঐ যুবক কে পাকড়াও করে বনদপ্তর পুলিশের হাতে তুলে দেয়।ধৃত যুবকের বয়ানও অসাধারণ।  তার কাছ থেকে জানা যায় হাতি যেহেতু জঙ্গলে না থেকে লোকালয়ে প্রবেশ করছে তাই জঙ্গল থেকে খুলে সে বাড়িতে লাগিয়েছিলো। বাড়ির সামনে সেই কেমেরা লাগিয়ে হাতি দেখাই তার উদ্দেশ্য ছিলো।ক্যামেরা সহ যুবককে গ্রেপ্তার করে  আজ তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেয় মহামান্য আদালত ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.