অরণ্য, ঝাড়গ্রাম - ১১ই জানুয়ারি:
ছোটো ছোটো হাত এগিয়ে দিচ্ছে পাটিসাপটা, দুধপুলি, মাংস পিঠে, ঘুঘনি।থমকে না দাঁড়িয়ে পারা যায়।প্রায় ৩০ টি স্টল। অবাক বিষয় সমস্ত স্টলের মালিক কচিকাঁচরা। ছোট্ট হাতে তারা খাবার তুলে দিচ্ছে ক্রেতাদের হাতে।হ্যাঁ অবাক হলেও এই অভিনব খাদ্য উৎসব পালন হল মানিকপাড়াতে।ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া চক্রের অন্তর্গত আমদই প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের পরিচালনায় এই খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়। খুদে শিক্ষার্থীরা ৩০টি স্টল দিয়েছিল।
পিঠে,পায়েস,মিষ্টি,ফুচকা,ঘুগনি,পাঁপড়,চপ, পেঁয়াজি,গুলগুলা,চা, বিস্কুট,মিনারেল ওয়াটার সহ বিভিন্ন মুখরোচক খাবার ছিল।বাচ্চাদের এই খাদ্য উৎসবে ভিড়ও ছিলো চোখে পড়ার মত।ক্রেতা ভালোই উপস্থিত ছিল, ফলে সমস্ত খাবার বিক্রি হয়ে যায় নিমেষে। অভিনব এই উদ্যোগে ছাত্র -ছাত্রী, অভিভাবক, গ্রামবাসী, পথচলতি মানুষের মধ্যে দারুন উৎসাহ লক্ষ্য করা যায়।শিক্ষকদের বক্তব্য এটাও একটা শিক্ষার অঙ্গ