নিজেস্বসংবাদদাতা, হুগলি ১৬ই জানুয়ারি:
পৌষ মাসের শেষ দিনে মকর সংক্রান্তিতে হুগলির উত্তরপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা যেন এক অনন্য নজির। উত্তরপাড়ার মাখলা মানিকতলায় এই মকর সংক্রান্তির দিনে মানিক পীর বাবার দরগায় হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরা মোমবাতি জেলে শিন্নি চরান আবার কেউ কেউ দুধ বাতাসা ধূপকাঠি দিয়ে পীর বাবার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শোনা যায় আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই পীর বাবার দরগা ছিল তারপরে দিনে দিনে এলাকার বাসিন্দারা সেই দরগা সংস্কার করে শিন্নি চড়ানো হয় ।
এই উপলক্ষে দরগা চত্বরে আলোকমালায় সাজানো হয়েছে মকর সংক্রান্তিতে সকাল থেকে ভক্তরা এসে সিন্নি দিয়ে যান চলে রাত পর্যন্ত সন্ধ্যা থেকে তরজা গান হয় দুইদিন ধরে চলে এই অনুষ্ঠান। এলাকার প্রাচীন বাসিন্দা ঋষিকেশ চ্যাটার্জি জানালেন আমরা বাবা কাকার কাছে শুনেছি এই দরগা কবে হয়েছে কেউ জানে না। তবে শোনা যায় প্রায় ৩০০ বছর আগে সওদাগররা সরস্বতী নদীতে বজরায় করে এসে উত্তরপাড়ার কাছে নেমে বাবার দরগায় শিন্নি চড়িয়ে তবেই সাগরে বাণিজ্য করতে যেতেন সেই থেকে চলে আসছে এলাকার মানুষের কাছে এই পীরবাবা খুব জাগ্রত দরগার পাশে বড় দীঘি সেই দীঘির ও ইতিহাস আছে। সেই প্রাচীন দিঘির জল ব্যবহার করা হত আগে নানা পূজো অনুষ্ঠানে। মকর সংক্রান্তির পরের দিন অগণিত ভক্তরা প্রসাদ গ্রহণ করেন আগে এই অনুষ্ঠান উপলক্ষে যাত্রা পালাগান সহ নানা অনুষ্ঠান হতো, এখন দিনে দিনে ক্রমশ ছোট হয়ে আসছে এই অনুষ্ঠান। ভক্তদের বক্তব্য। এই মানিক পীর বাবা খুব জাগ্রত যারা যা মানত করেন তাদের মনস্কামনা পূর্ণ হয় সত্যিই এরকম হিন্দু পাড়ায় পীরবাবার দরগা খুব কম দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির এটা একটা জ্বলন্ত উদাহরণ।