অরণ্য, ঝাড়গ্রাম-২২শে জানুয়ারি:
ঝাড়গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের ৭৫ পুনর্মিলন উৎসব। এই অনুষ্ঠান কে ঘিরে ঝাড়গ্রাম জুড়ে সাজো সাজো রব। কলেজের প্রাপ্তনীরা অনুষ্ঠানে অংশ। গ্রহন করতে রাজ্যের বা দেশের বিভিন্ন জায়গা থেকে কাজ ছুটি নিয়ে এ দিন কলেজে হাজির হয়েছেন।
রয়েছেন কর্মজীবন থেকে রিটার্ন নেওয়া যেমন প্রাক্তন তেমনি কলেজের প্রাক্তনীরা তারাও ব্যস্ততা কাটিয়ে হাজির হয়েছে। ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য বাইক র্যা্লির আয়োজন করা হয়। শহর পরিক্রমা করে সেই বাইক র্যালি কলেজ প্রাঙ্গনে হাজির হয়। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানান কর্মসূচি নিয়েছে কলেজের প্রাক্তনীরা।