প্রজাতন্ত্র দিবস , সতর্কতা জেলা জুড়ে

 অরণ্য, ঝাড়গ্রাম - ২৫শে জানুয়ারি:

মাওবাদী পোষ্টার উদ্ধার হবার পর থেকেই  নিরাপত্তার ঘেরাটোপে ঝাড়গ্রাম। ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস ঘিরে চরম সতর্কতা ঝাড়গ্রাম জেলা জুড়ে। রেল, রাস্তা, সীমান্ত সমস্ত এলাকাতেই নজরদারি বাড়ানো হয়েছে। চলছে তাল্লশি অভিযান।গতকাল ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় মাওবাদী দের নাম করা পোষ্টার উদ্ধার করে পুলিশ। যদিও পুলিশসূত্রে বলা হয়েছে এগুলো মাওবাদীদের নাম করে কেউ বা কারা বদমাশি করছে , ভুয়ো পোষ্টার। তারপরও গোটা জঙ্গল মহল জুড়েই চরম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রেল যেহেতু সফট টার্গেট এবং খড়গপুর  থেকে টাটা সেকশন এ দীর্ঘ পথ মাও অধ্যুষিত এলাকার মধ্যে পড়ে তাই ঝাড়গ্রামের একাধিক রেলস্টেশনে, লাইনে, ট্রেনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। সিআরপিএফ, এবং জেলা পুলিশ তাদের মত করে এড়িয়া ডমিনেশন এবং সীমান্ত লাগোয়া এলাকা সিল করে তল্লাশি অভিযান চালাচ্ছে। গত মাসেই মাওবাদী শীর্ষ নেতা আকাশকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তাই মাওবাদী কার্যকলাপ যে এলাকায় আছে এটা নিশ্চিত। সেই সমস্ত দিক মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার ঘেরাটোপে  জঙ্গল মহল।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.