অরণ্য, ঝাড়গ্রাম-৩১শে জানুয়ারি:
ঝাড়গ্রামে ক্যাম্পের হেড অফিসে পালিত হল ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের প্রতিষ্ঠা দিবস। মেলা , খেলা, সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে ধুমধাম করে পালিত হল এই প্রতিষ্ঠা দিবস। জেলার সমস্ত ক্যাম্প থেকে অফিসার এবং ব্যাটেলিয়ানের সদস্য ও পরিবারের লোকজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাওবাদী কার্যকলাপে যখন উত্তাল ঝাড়গ্রাম তখন শহরে বনানী অতিথি নিবাসে ব্যাটেলিয়ন স্থাপন করেন ১৮৪ নং ব্যাটেলিয়ন।
তারপর এলাকা শান্ত রাখতে বিশেষ ভূমিকা নেয় এই ব্যাটেলিয়ন এর সদস্যরা। এরপর শান্ত ঝাড়গ্রামে এক নতুন অপারেশন শুরু করেন ব্যাটেলিয়ন এর বর্তমান কমান্ডেন্ট মিঃ বি.আর.মিনা। সমগ্র জেলা জুড়ে তার নতুন অভিযান সবুজায়ন। এক দিকে অপারেশন, টহল, কুম্বিং তারি পাশাপাশি নজরদারি কোথায় গাছ লাগানো যায়। ফাঁকা জায়গা পেলেই সেখানে গাছ লাগান ব্যাটেলিয়নের সদস্যদের নিয়ে। এখনো প্রায় ৭০ হাজার গাছ লাগিয়ে ফেলেছেন তিনি। তার বক্তব্য এলাকা শান্ত রাখতে অপারেশন যেমন জরুরি, তেমনি ব্যাটেলিয়নের একতা বজায় রাখতে এই প্রতিষ্ঠা দিবসে দুদিন ব্যাপি পরিবার সহ সবাই মিলে মেলা, খেলা, অনুষ্ঠানের আয়োজন। তেমনি প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে গাছ লাগানোকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বর্তমান ১৮৪ নম্বর ব্যাটেলিয়ান এর কমান্ডেন্ট মিঃ বি.আর.মিনা।