অরণ্য, ঝাড়গ্রাম-১৬ ই ডিসেম্বর:
বিজেপি ও তৃনমূল দুই নেতার একই অভিযোগ। যা সচারাচর দেখা যায়না। বেআইনি বালি গাড়ির জন্য রাস্তা খারাপ। স্বীকারক্তি তৃনমূল বিজেপি উভয় নেতার অভিযোগের তীর প্রশাসনের দিকে। প্রায়ই দূর্ঘটনার শিকার সাধারণ মানুষ। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী থেকে কুলটিকরী পর্যন্ত প্রায় ৭ কিমি রাস্তার বেহাল দশা। যান চলাচলের একেবারে অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তাটি।
তার জেরে প্রায় দিনই দুর্ঘটনার কবলে পড়ছেন পথ চলতি সাধারণ মানুষজনেরা। তৃণমূল নেতা মথুর মাহাত বলেন, বালি গাড়ির দৌরাত্ম্যের জেরে রাস্তার বেহাল দশা। বালি গাড়ির দৌরাত্ম বন্ধ না হলে রাস্তা খারাপ হতে থাকবে। এছাড়াও এই বিষয়ে সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ জানান, রাস্তাটি অনেক বড় PWD কে জানানো হয়েছে রাস্তা দ্রুত সংস্কার হবে। স্থানীয় মানুষজনের অভিযোগ বারে বারে প্রশাসনকে জানানো হলেও প্রশাসন রাস্তা মেরামতির কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অভিযোগ রাস্তার চাঙ্গড় উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।